শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্রাম্পের সাধের মেক্সিকো সীমান্ত দেয়াল ভেঙে ফেলা হচ্ছে

ট্রাম্পের সাধের মেক্সিকো সীমান্ত দেয়াল ভেঙে ফেলা হচ্ছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির মূল বিষয় ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা। এর উদ্দেশ্য ছিল মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীর ঢেউ ঠেকানো। তবে অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার এবার সেই দেয়াল সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে। বিবিসি জানায়, এই দেয়াল প্রথম থেকেই বিতর্কিত ছিল। এর বিরুদ্ধে বহুদিন ধরেই প্রতিবাদ চলছিল। অ্যারিজোনার রিপাবলিকান গভর্নরের নির্দেশে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল। তিনি যুক্তি দেখিয়েছিলেন, এই দেয়াল অভিবাসী ঢলকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেবে। তবে যারা এই দেয়ালের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন তারা এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। ৯০০ কোটিরও বেশি শিপিং কনটেইনার দিয়ে তৈরি এই দেয়াল নির্মাণ করতে সরকারের অন্তত ২১ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অ্যারিজোনার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সাল থেকে এই সীমান্তের এক বিশাল অংশে বেড়া তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর