বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ধীরে ধীরে সেরে উঠছে ওজোন স্তরের ক্ষত

ধীরে ধীরে সেরে উঠছে ওজোন স্তরের ক্ষত

অ্যান্টার্কটিকার বায়ুমন্ডলীয় বিজ্ঞানীরা ১৯৮৫ সালে পৃথিবীর বায়ুমন্ডলে কিছু সমস্যা লক্ষ্য করেছিলেন। কয়েক দশক ধরে পৃথিবীর বায়ুমন্ডলে ওজোন স্তরের পুরুত্ব পরিমাপ করে তাঁরা দেখলেন, একটি বিশেষ গ্যাসের স্তর সূর্যের বিকিরণের কারণে ওজোন স্তরের বেশির ভাগ অংশকে ক্ষয় করে ফেলছে। তবে সেই অবস্থা আর নেই। সেই ক্ষত অনেকটা পূরণ হয়েছে। বায়ুমন্ডলের এই স্তরকে বাঁচাতে মানুষের নেওয়া নানা পদক্ষেপ আশানুরূপ কাজ করছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে ওজোন স্তরের ক্ষতি এমন সব রাসায়নিক নিষিদ্ধে ১৯৮৭ সালে যে আন্তর্জাতিক চুক্তি (মন্ট্রিল প্রটোকল) স্বাক্ষরিত হয়েছিল, তা অবশেষে সফল হয়েছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের গবেষকরা। ওজোন ক্ষয়কারী নানা পদার্থের ব্যবহার পর্যায়ক্রমিকভাবে বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন দেশ, তার ফলস্বরূপ আগামী দুই দশকের মধ্যেই বিশ্বের বেশিরভাগ অংশে ওজোন স্তরের ক্ষত সম্পূর্ণভাবে সেরে উঠবে বলে আশা করছে সংস্থাটি। ওজোন স্তর হলো পৃথিবীর বায়ুমন্ডলের একটি পাতলা আবরণ, যা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মির অধিকাংশই শোষণ করে নিয়ে পৃথিবীকে সুরক্ষিত রাখে। ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী ক্লোরোফ্লুরোকার্বন, যা সিএফসি নামে বেশি পরিচিত। ক্ষতিকারক এই গ্যাস সাধারণত স্প্রে ক্যান, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনার থেকে নির্গত হয়।

সর্বশেষ খবর