শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আলাবামায় টর্নেডো, ছয়জনের প্রাণহানি

আলাবামায় টর্নেডো, ছয়জনের প্রাণহানি

শক্তিশালী টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্য। টর্নেডোর ফলে মৃত্যু হয়েছে ছয়জনের। নগরী সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। রাজ্যটি জুড়ে অন্তত ছয়টি টর্নেডোর সৃষ্টি হয়। আলাবামার গভর্নর কে আইভি টুইটারে বলেছেন, ‘আমাদের অঙ্গরাজ্যজুড়ে বয়ে যাওয়া ঝড়গুলোতে ছয়জনের মৃত্যুর খবর শুনে আমি দুঃখিত। আমরা বিধ্বংসী আবহাওয়ার সঙ্গে অনেক বেশি পরিচিত, কিন্তু আমাদের লোকজন এর সঙ্গে মানিয়ে চলতে সক্ষম।’ অটাগা কাউন্টির ময়নাতদন্তকারী কর্মকর্তা বলেছেন, টর্নেডোর তান্ডবের সময় উড়ে আসা বস্তুর আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের বিষয়ে তিনি আর কিছু জানেন না বলে জানিয়েছেন। ঝড়ে আলাবামার সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি কাউন্টি, অটাগা, চেম্বার্স, কুসা, ডালাস, এলমোর ও টালাপুসায় বৃহস্পতিবার জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর আইভি। তিনি জানান, ঝড়ে বিদ্যুতের ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে, হাজার হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

সর্বশেষ খবর