রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মেগানের জন্য রাজপরিবারের ক্ষমা চাওয়া উচিত : হ্যারি

মেগানের জন্য রাজপরিবারের ক্ষমা চাওয়া উচিত : হ্যারি

স্ত্রী মেগান মার্কেলের জন্য ব্রিটিশ রাজপরিবারের ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি। আত্মজীবনী গ্রন্থ ‘স্প্যায়ার’ এ দাবি করেছেন প্রিন্স হ্যারি। বইতে রাজপরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন তিনি। একই সঙ্গে পরিবারে একজন অতিরিক্ত সদস্য হিসেবে তিনি যে, চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছিলেন তার বিশদ বর্ণনাও তুলে ধরেছেন প্রিন্স হ্যারি। এর আগে নতুন বছরের শুরুতে যখন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন লিভারপুলের একটি রাজকীয় অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হয়েছিলেন, তখন তারা প্রিন্স হ্যারির বইকে ঘিরে সব ধরনের প্রশ্ন এড়িয়ে যান। এখন পর্যন্ত বাকিংহাম প্যালেস বা রাজকীয় পরিবারের অভ্যন্তরীণ কেউই বইটি সম্পর্কে কোনো মন্তব্য করেননি। বই প্রকাশের আগে প্রিন্স হ্যারি কয়েকটি সাক্ষাৎকারে রাজপরিবারে তার এবং তার স্ত্রী মেগান মার্কেলের জন্য কঠিন যাত্রা সম্পর্কে কথা বলেছেন।

সর্বশেষ খবর