বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পাকিস্তানে মোশাররফের দাফন

পাকিস্তানে মোশাররফের দাফন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মারা যাওয়া পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে তাঁর শহর করাচিতে দাফন করা হয়েছে। সোমবার তাঁর লাশ পাকিস্তানে আনা হয়। দুবাই থেকে একটি বিশেষ বিমানে তাঁর লাশ পাকিস্তানে আনা হয়। তাঁর লাশের সঙ্গে ছিলেন স্ত্রী সেহবা মোশাররফ, ছেলে বিলাল ও মেয়ে আয়লা। আল-জাজিরার খবরে জানানো হয়েছে, করাচি গোরস্থানেই দাফন করা হয় সাবেক এ সামরিক শাসককে। তাঁর বাবাকেও করাচিতেই কবর দেওয়া হয়েছিল। এর আগে ২০১৬ সাল থেকে দুবাইতে বসবাস করতেন পারভেজ মোশাররফ। মৃত্যুর আগে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। ২০১৮ সালে প্রথম অ্যামিলোইডোসিস ধরা পড়ে তাঁর।

শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় ২০২২ সালের মে মাসের মাঝামাঝি দুবাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। ১৯৯৯ সালে একটি রক্তপাতহীন ক্যু এর মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন তিনি। ১০ বছর ক্ষমতায় থাকার পর তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে দুবাই চলে যান। এরপর আর তিনি পাকিস্তানে ফেরেননি। সংবিধান অবমাননার কারণে তাঁর মৃত্যুদণ্ড দিয়েছিলেন পাকিস্তানের আদালত।

 

সর্বশেষ খবর