শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফের ফেসবুক-ইনস্টাগ্রামে ট্রাম্প

ফের ফেসবুক-ইনস্টাগ্রামে ট্রাম্প

টুইটারের পর এবার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরত পেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর অ্যাকাউন্ট দুটি ফেরত পেলেন ট্রাম্প। এ তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন বৃহস্পতিবার জানায়, দুই বছর ধরে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে রক্তক্ষয়ী দাঙ্গার পর ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হয়েছিল। ট্রাম্প ক্যাপিটল হিল সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করার পর তারা এই ব্যবস্থা নিয়েছিল। মেটা বলেছে, ট্রাম্প যদি আবার নিয়ম লঙ্ঘন করেন, তবে ফের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এ নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস থেকে দুই বছর পর্যন্ত হতে পারে। ট্রাম্প ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেরত পাওয়ায় তাঁর সমর্থকরা তাঁকে স্বাগত জানাচ্ছেন। এই দুই মাধ্যমে থাকা তাঁর শেষ পোস্টগুলোতে সমর্থকরা নানান মন্তব্য করছেন।

 

সর্বশেষ খবর