বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের সরকারপ্রধান

পদত্যাগের ঘোষণা দিলেন স্কটল্যান্ডের সরকারপ্রধান

পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন। তিনি স্কটল্যান্ডের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল পার্টিরও প্রধান। আট বছর দায়িত্ব পালনের পর তিনি বলেন, ফার্স্ট মিনিস্টারের পদ থেকে সরে যাওয়ার এখনই তার উপযুক্ত সময়। এ বিষয়টি তিনি মাথায় ও মননে ধারণ করেন। বিবিসি বলছে, নিকোলা স্টার্জেন এডিনবার্গে তড়িঘড়ি করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

বলেছেন, তার উত্তরসূরি মনোনীত না হওয়া পর্যন্ত এ পদে দায়িত্বে থাকবেন। উল্লেখ্য, তিনিই স্কটল্যান্ডের সবচেয়ে দীর্ঘ সময়ের ফার্স্ট মিনিস্টার। একই সঙ্গে এই পদে প্রথম নারী। স্টার্জেন বলেছেন, এ পদে দায়িত্ব পালন ছিল তার কাছে এমন বিষয়, যা পরিমাপ করা যায় না। গতকালে তার এই পদত্যাগের ঘোষণায় স্কটল্যান্ডের সবাই বিস্মিত।

সর্বশেষ খবর