বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জন্মহার বাড়াতে ৩০ দিনের সবেতন ছুটি দিচ্ছে চীনে

গত বছর চীনে ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো শিশু জন্মহারের পতন হয়। দেশটির সরকারি তথ্যমতে, এই ঘটনা দীর্ঘমেয়াদে জনসংখ্যা হ্রাসের সূচক হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বিয়েতে জনগণকে উৎসাহী করে শিশু জন্মহার বাড়াতে, তরুণ নবদম্পতিদের ৩০ দিনের সবেতন ছুটি দেওয়া হচ্ছে চীনের কয়েকটি প্রদেশে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের শাসকগোষ্ঠী- কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি হেলথ। চীনে বিয়ের জন্য ন্যূনতম ৩ দিনের সবৈতনিক ছুটি পাওয়া যায়, তবে প্রাদেশিক কর্তৃপক্ষগুলো চলতি ফেব্রুয়ারি মাস থেকে আরও উদারভাবে ছুটিছাঁটা দিতে পারছে। যেমন উত্তরপশ্চিমের গাংসু প্রদেশ এবং কয়লা-উৎপাদক সাংশি প্রদেশ এখন ৩০ দিনের বৈবাহিক ছুটি দিচ্ছে। সাংহাই দিচ্ছে ১০ দিনের। চীনের সাউথওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের সামাজিক উন্নয়ন গবেষণা ইনস্টিটিউটের ডিন ইয়াং হাইয়াংকে উদ্ধৃত করে পিপলস ডেইলি হেলথ জানায়, ‘জন্মহার বাড়ানোর একটি কার্যকর উপায় হলো বৈবাহিক ছুটি বৃদ্ধি।

 

সর্বশেষ খবর