শিরোনাম
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

‘গডফাদার’ থেকে প্রেসিডেন্ট

‘গডফাদার’ থেকে প্রেসিডেন্ট

বোলা আহমেদ তিনুবু

নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির রাজনীতিতে ‘গডফাদার’ হিসেবে বিপুল পরিচিত বোলা আহমেদ তিনুবু। ৭০ বছর বয়সী তিনুবু নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রোগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) নেতা। যদিও বিরোধী দল এ ফলাফল মানতে নারাজ।

নাইজেরিয়া নির্বাচন কমিশনের তথ্যমতে, নিকট প্রতিদ্বন্দ্বী আতিকু আবুবকরকে প্রায় ১৮ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন বোলা তিনুবু। তিনি ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন পিটার ওবই। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি। তিনি তিনুবুর সহায়তায়ই ২০১৫ ও ২০১৯ দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও নাইজেরিয়ার বড় কোনো সংকটের সমাধান করতে পারেননি। বরং কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আরও বেড়ে গেছে দেশটির। বিরোধী দলগুলো এর আগে একে প্রহসনের ভোট বলে প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচনের দাবি করেছিল। বোলা তিনুবু নাইজেরিয়ার অন্যতম ধনী রাজনীতিবিদ। ‘এবার আমার পালা’ স্লোগানে তিনি প্রেসিডেন্ট পদে প্রচারণা চালিয়েছিলেন। নিজ শহর লাগোসে অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হলেও তার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকায় জিতেছেন, যেখানে তিনি ‘রাজনৈতিক গডফাদার’ হিসেবে পরিচিত। বিভিন্ন সংকট ও সমস্যায় জর্জরিত দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই সমালোচনার সম্মুখীন হচ্ছেন বোলা তিনুবু। সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমার কাজ আমার পক্ষে কথা বলবে। আমি আসার আগে লাগোসের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে থাকত, ডাকাতি হতো দিনরাত, ট্রাফিকের অবস্থা ছিল বিশৃঙ্খল। আমি ক্ষমতায় আসার পর এসবের পরিবর্তন ঘটেছে।’ তিনুবুর নির্বাচনী প্রচারের ওয়েবসাইটে দেওয়া জীবনবৃত্তান্ত অনুসারে, ১৯৫২ সালে লাগোসে ইয়োরুবা জাতিগোষ্ঠীর একটি মুসলিম পরিবারে তার জন্ম। অনেকেই অবশ্য বলে থাকেন তার বয়স আরও বেশি।

সর্বশেষ খবর