বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত । নারীর সমানাধিকার

জাতিসংঘ মহাসচিবের আক্ষেপ

জাতিসংঘ মহাসচিবের আক্ষেপ

পৃথিবীতে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষের আবাস। সুতরাং এ সমাজের যতটা ছেলেদের, ততটাই মেয়েদের। সত্যিই কি তাই? আসলে এসবই কেতাবি কথা। বাস্তবের মাটিতে পা রাখলে দেখা যাবে, বিশ্বের বহু দেশে সমানাধিকার তো দূরের কথা, ন্যূনতম মানবাধিকারও পাচ্ছেন না নারীরা। নারী দিবসের আয়োজনে যা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন খোদ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলছেন, আমাদের সমাজে লিঙ্গসাম্য এখনো দুর্লভ। মেয়েদের সমানাধিকার পাইয়ে দিতে আরও অন্তত ৩০০ বছর সময় লাগবে। গুতেরেসের আক্ষেপ, দশকের পর দশক পরিশ্রম করে নারীদের উন্নয়ন এবং সমাজব্যবস্থায় প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে পথ আমরা পেরিয়েছি, চোখের সামনে সেই সবটা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলছেন, ‘আজকের দিনে নারী দিবসের গুরুত্ব অনেক বেশি।

সর্বশেষ খবর