শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বিষপ্রয়োগে ছাত্রী হত্যা

অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা খামেনির

অভিযুক্তদের মৃত্যুদণ্ড ঘোষণা খামেনির

ইরানে হিজাববিরোধী আন্দোলন শুরু হওয়ার পর পরেই বিষপ্রয়োগে বহু স্কুলছাত্রীর মৃত্যুকে ঘিরে ইরানে ঘনিয়েছে রহস্য। এ অবস্থায় ইরানের শীর্ষনেতা আয়াতোল্লাহ আলি খামেনি সরকারি গণমাধ্যমে বিষয়টির প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। বলেছেন, যারা এ কাজে যুক্ত তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত নভেম্বর থেকে প্রায় ১ হাজার স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বিষপ্রয়োগে। বিষপ্রয়োগের হামলার সূচনা হয় কুম শহরে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ২৫টি প্রদেশে। তবে, কাদের মস্তিষ্কপ্রসূত এ আক্রমণ, প্রশাসনের দাবি তা এখনো জানা যায়নি। কেউ কেউ দায়ী করছেন মেয়েদের শিক্ষাবিরোধী ধর্মসংগঠনগুলোকে। তবে, হিজাববিরোধী আন্দোলনকারীদের দাবি, এর পেছনে রয়েছে প্রশাসনই।

সর্বশেষ খবর