শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আবারও শক্তিশালী ভূমিকম্প। এবার কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপে এ ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামির সতর্কতা। প্রাথমিকভাবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রসঙ্গত, বিশ্বের দুটি প্রধান টেকটোনিক পেটের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত নিউজিল্যান্ড। এ ছাড়া নিউজিল্যান্ড রিং অফ ফায়ার নামে পরিচিত তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকার সংলগ্ন। তাই প্রতি বছরই হাজার হাজার ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ড। এর আগে ৬ ফেব্রুয়ারি প্রবল ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়া। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮।

সর্বশেষ খবর