শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে যাওয়া ১০ ড্রাম ইউরেনিয়াম পড়ে ছিল মরুভূমিতে

লিবিয়ার মজুদাগার থেকে হারিয়ে যাওয়া ইউরেনিয়াম পাওয়া গেছে মরুভূমিতে। এর পরিমাণ ১০ ড্রাম। লিবিয়া ও শাদের সীমান্ত-সংলগ্ন এলাকায় মরুভূমিতে ওই প্রাকৃতিক ইউরেনিয়াম ভরা ড্রামগুলো পাওয়া গেছে। লিবিয়ার দক্ষিণাঞ্চলে যেখানে এসব ইউরেনিয়াম মজুদ থাকার কথা ছিল, জায়গাটি সেখান থেকে পাঁচ কিলোমিটার দূরে। এর আগে গত মঙ্গলবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, লিবিয়া সরকারের নিয়ন্ত্রণে না থাকা ওই মজুদাগার থেকে প্রায় আড়াই টন প্রাকৃতিক ইউরেনিয়াম গায়েব হয়ে গেছে। সংস্থার পরিদর্শকরা সেখানে গিয়ে প্রাকৃতিক ইউরেনিয়াম ভর্তি ১০টি ড্রাম নির্ধারিত স্থানে পাননি। এসব ইউরেনিয়াম কোথায় রয়েছে, সেটাও জানাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সর্বশেষ খবর