বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রকেট হামলায় ইমরানের দলের ১০ জন নিহত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর এক নেতাসহ রকেট হামলায় অন্তত ১০ সমর্থক নিহত হয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়াঁতে এ ঘটনা ঘটেছে। ওই জেলার পিটিআই চেয়ারম্যান আতিফ মুনসিফ খান জাদুনের গাড়ি লক্ষ্য করে রকেট ছোড়া হয়। তাতে তিনি ও তার ৯ সহযোগী ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, দেহগুলো এতটাই পুড়ে গেছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের পর দেহগুলো পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্তদের এখনো খোঁজ মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র কয়েকজন লোক এসে এ হামলা চালিয়েছে। পুলিশের অনুমান, এতে রাজনৈতিক যোগ নাও থাকতে পারে। ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার জেরেও এ রকম করা হয়ে থাকতে পারে। অন্যদিকে ইমরানের ভাইপো হাসান নিয়াজিসহ শ’খানেক লোককে এ দিনই ইসলামাবাদে পুলিশ গ্রেফতার করে। তারা কোর্টের বাইরে নিরাপত্তাকর্মী ও পুলিশকে আক্রমণ করেছিল। এদিকে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পিটিআই নেতা আতিফকে বহনকারী গাড়িটি লক্ষ্য করে রকেট লঞ্চার ছোড়া হয়েছিল। যদিও এ তথ্য অস্বীকার করেছেন ডিপিও ওমর তোফায়েল। পুলিশ জানায়, আতিফ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বস্তি শের খানের এলাকার বাসিন্দা। প্রদেশটির সাবেক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি। আতিফ গত বছরের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যাভেলিয়াঁন তহসিল নাজিম হিসেবে নির্বাচিত হন। এ ঘটনায় আতিফসহ নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিটিআই জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইট করে সমবেদনা জানিয়েছেন।

সর্বশেষ খবর