শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

খাবার দিয়ে উ. কোরিয়া থেকে অস্ত্র চায় রাশিয়া : যুক্তরাষ্ট্র

চীনের পর এবার উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক পোক্ত করতে চায় রাশিয়া। তবে এ সম্পর্ক অস্ত্র বিনিময়ের। এই দাবি যুক্তরাষ্ট্রের। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাশিয়া উত্তর কোরিয়ার অস্ত্র চায়। এর বিনিময়ে পিয়ংইয়ংকে খাদ্যপণ্য দেবে মস্কো। এসব বিষয়ে আলোচনা করতে রাশিয়ার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উত্তর কোরিয়ায় যাচ্ছে। জন কিরবি বলেছেন, উত্তর কোরিয়া ও রাশিয়া অস্ত্র চুক্তি করলে তা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের লঙ্ঘন।

এর আগেও যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছিল, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী ও রুশ ভাড়াটে সেনা দল ভাগনারকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। তবে পিয়ংইয়ং এর আগে সে সব অভিযোগ অস্বীকার করেছে। বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর একটি উত্তর কোরিয়া। কয়েক দশক ধরে খাদ্য সংকটে দেশটি। গত শতকের নব্বই দশকের শেষে উত্তর কোরিয়ায় ভয়াবহ এক দুর্ভিক্ষ হয়েছিল।

সর্বশেষ খবর