মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জামিন পেলেন রাহুল, সাজা স্থগিত

জামিন পেলেন রাহুল, সাজা স্থগিত

জামিন পাওয়ার পর রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিলেন গুজরাটের সুরাট দায়রা আদালত। এ মামলায় রাহুলকে দুই বছরের সাজার নির্দেশ দিয়েছিলেন সুরাটেরই ম্যাজিস্ট্রেট আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যান অন্তর্র্বর্তীকালীন জামিনে থাকা রাহুল। আদালত ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলকে জামিন মঞ্জুর করেছেন। একই সঙ্গে দুই বছরের সাজাও স্থগিত করা হয়েছে। সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে। রাহুলের কারাদণ্ডাদেশের কারণে লোকসভায় তার সদস্যপদ খারিজ হয়ে গেছে। আদালত তার এই দণ্ডাদেশ খারিজ না করলে তিনি সদস্যপদ পাবেন না এবং আট বছরের জন্য নির্বাচনে তার অংশগ্রহণ নিষিদ্ধ হয়ে যাবে।

গতকাল রাহুলের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেসের নেতারা। তাদের মধ্যে ছিলেন কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখু।

সর্বশেষ খবর