রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তিউনিসিয়ার উপকূলে ১০ দিনে ২ শতাধিক শরণার্থীর মৃত্যু

তিউনিসিয়ার উপকূলে ১০ দিনে ২ শতাধিক শরণার্থীর মৃত্যু

ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগর উপকূলে নৌকাডুবিতে গত ১০ দিনে অন্তত ২১০ শরণার্থীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। কোস্টগার্ড কর্মকর্তা হুসেম এদিনি জেবাবলি রয়টার্সকে বলেন, কয়েক দিন ধরে সাগরে থাকায় লাশগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, অল্প সময়ে এত মানুষের মৃত্যু আগে খুব একটা দেখা যায়নি। খবরে আরও বল হয়, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশ সাব-সাহারান আফ্রিকা, সিরিয়া ও সুদানের অধিবাসী। তাদের বহনকারী নৌকাগুলোয় প্রতিবেশী দেশ লিবিয়া অভিযান জোরদার করায় গত কয়েক মাস ধরে তিউনিসিয়া হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে। তিউনিসিয়া এই প্রবণতা রোধের চেষ্টা করছে। সেখানকার কয়েকটি মর্গে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লাশ রাখা আছে।

 

সর্বশেষ খবর