তুরস্কের নির্বাচনে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ তুলেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। গতকাল তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রথম থেকেই নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে। ২০১৬ সালের অভ্যুত্থানের পেছনেও যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে অভিযোগ করেন তিনি। সয়লু দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, আমরা ২০১৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে তুরস্কের সরকারকে সরাতে ব্যর্থ হয়েছি। তবে এবার আমরা অভ্যুত্থান নয়, নির্বাচনের মাধ্যমে এটা করতে চাই। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৬ সালের জুলাই মাসে যে অভ্যুত্থান হয়েছিল তার পেছনে আছেন ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ও তার অনুসারীরা। তাদের যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে।
ওই ঘটনার পর তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা যায়। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ মে। এতে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু।