রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

জনগণ নিরাশ করবে না এরদোগানের আশা

দ্বিতীয় দফা ভোট ২৮ মে

জনগণ নিরাশ করবে না এরদোগানের আশা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, তুর্কি জনগণ আবারও তাদের শক্তিশালী গণতন্ত্র প্রদর্শন করবে এবং দ্বিতীয় রাউন্ডে ৯০ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি হতে পারে। সিএনএন ইন্টারন্যাশনালের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তুর্কি নেতা। এ সময় দেশের নির্বাচনী প্রক্রিয়া থেকে শুরু করে বৈদেশিক নীতি পর্যন্ত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট এরদোগান। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, সাক্ষাৎকারে ২০ বছর ধরে নির্বাচনে জয়ী হওয়া এবং নতুন রেকর্ড সৃষ্টির পরিপ্রেক্ষিতে তুর্কি নেতাকে তার স্বাচ্ছন্দ্যের বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। এর জবাবে এরদোগান তুর্কি জনগণের প্রতি তার আস্থা পুনর্ব্যক্ত করেন এবং তাদের শক্তিশালী গণতন্ত্রের বিষয় তুলে ধরেন। তুর্কি নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ নিরাশ করবে না। গত ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কেউ সরাসরি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। ফলে আগামী ২৮ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ খবর