বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

সুইডেন উপকূলে রাশিয়ার গুপ্তচর তিমি!

২০১৯ সালে নরওয়েতে দেখা মিলেছিল একটি বেলুগা তিমির, যেটির গলার বর্ম (বেল্টসদৃশ বস্তু) দেখে মনে করা হয়েছিল এটি রাশিয়ান নৌবাহিনী দ্বারা প্রশিক্ষিত। এবার সুইডেনের উপকূলে আবারও সেই বেলুগা তিমির দেখা মিলেছে। এর আগে প্রথমবার যখন নরওয়ের ফিনমার্কের উত্তর আর্কটিক অঞ্চলে যখন তিমিটির দেখা মিলেছিল। ধারণা করা হচ্ছে, এটিকে হয়তো রাশিয়ার নৌবাহিনী প্রশিক্ষণ দিয়েছে। কারণ তিমিটি মানুষের কাছাকাছি থাকতে অভ্যস্ত।

সর্বশেষ খবর