শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির তিন শীর্ষ নেতা

পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির তিন শীর্ষ নেতা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের তফসিল যে কোনো মুহূর্তে ঘোষণা হবে। তার আগেই দেশটির সব বড় বড় রাজনৈতিক দলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রচারণা ও জনসংযোগে জোর দিচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। মোদি সরকারের ৯ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে বাড়ি বাড়ি যাবেন বিজেপির প্রথম সারির নেতা-কর্মীরা। চলতি মাসে রাজ্যে বিজেপির তিনটি বড় জনসভা হওয়ার কথা। ওই জনসভাগুলোতে যথাক্রমে নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নড্ডাকে হাজির করানোর পরিকল্পনা রয়েছে দলটির। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ১ জুন থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিজেপির সম্পর্ক অভিযান। কেন্দ্রীয় সরকারের ৯ বছরপূর্তি উপলক্ষে ২০ থেকে ৩০ জুন বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি চলবে। ৯ বছরে সাফল্যের কাজের খতিয়ান তুলে ধরা হবে সাধারণ মানুষের কাছে। তিনি আরও বলেন, আমরা আমাদের রাজ্যে তিনটি জনসভা করার প্রস্তাব দিয়েছি। সেগুলো হবে উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ ও দক্ষিণবঙ্গে। এ তিনটি সভায় থাকবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নড্ডা। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও ভারতীয় জনতা পার্টি নির্বাচন ঘিরে নিজেদের প্রস্তুতি শুরু করেছে। এবার পঞ্চায়েত নির্বাচনে কোন কোন বিষয়কে সামনে রেখে লড়াই করা হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সর্বশেষ খবর