শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা
জাতিসংঘের প্রতিবেদন

দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদক পাচারের নতুন রুট

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রিস্টাল মেথাফেটামিনের (আইস) মতো মাদক পাচারের নতুন রুট খুঁজে পেয়েছে মাদক চোরাচালানকারীরা। জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। থাইল্যান্ড ও চীনের সমুদ্র এলাকা ব্যবহার করে মাদক পাচার করছে তারা। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই আইস বিক্রি করা হয়। এ ধরনের অধিকাংশ মাদক মিয়ানমারের বিভিন্ন এলাকার ল্যাবে তৈরি করা হয়। মিয়ানমারের শান রাজ্য মেথ ব্যবসার কেন্দ্রভূমি। লাওস, কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্ত দিয়ে সাগরপথে এই মাদক ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদক পাঠাতে মাদক কারবারিরা থাইল্যান্ডকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। এ ছাড়া ভারত ও বাংলাদেশ হয়েও এ ধরনের মাদক কিছুটা ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে।

সর্বশেষ খবর