ভারতের লাদাখে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি হয়েছে। ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বিজেপি মাত্র দুটি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে জয় পেয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট। এনসি জিতেছে ১২টি ও কংগ্রেস ১০টি আসনে। লেহ, লাদাখ ও কারগিলের জন্য এই স্বশাসিত পার্বত্য পরিষদ। পাঁচ বছর পরপর এখানে ভোট হয়। এবার ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও রাহুল গান্ধীর কংগ্রেস জোট করে লড়েছিল। এনসি জিতেছে ১২টি ও কংগ্রেস ১০টি আসনে। বিজেপি ও নির্দলরা পেয়েছে দুটি করে আসন। ফলে ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বোর্ড গঠন করবে এনসি-কংগ্রেস জোট। ভোটের আগে এনসির আবেদন ছিল, ৩৭০ ধারা বিলোপসহ বিজেপির নীতির প্রতিবাদে যেন মানুষ ভোট দেন। এমনিতে লাদাখে মুসলিম জনসংখ্যা ৪৬ শতাংশ, বৌদ্ধ ৪০ শতাংশ ও হিন্দু ১২ শতাংশ। আবার লেহতে বৌদ্ধ প্রায় ৪৪ শতাংশ, হিন্দু ৩৫ শতাংশ। আর কারগিলের ৭৭ শতাংশ মুসলিম, ১৪ শতাংশ বৌদ্ধ, ৭ শতাংশ হিন্দু ও প্রায় ১ শতাংশ শিখ। ভোটের পর কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেছেন, ১০ বছর পর কংগ্রেস আবার এখানে ভালো ফল করল। ইন্ডিয়া জোটের শরিক এনসির সঙ্গে হাত মিলিয়ে তারা ভালো ফল করেছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, গত মাসে লাদাখে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিলেন। তার প্রত্যক্ষ প্রভাব এই নির্বাচনে পড়েছে।
এনসির নেতা ওমর আবদুল্লার দবি, এনসি ও কংগ্রেসের শক্তিশালী জোটের সামনে পড়ে বিজেপির পরাজয় হয়েছে। তাদের অগণতান্ত্রিক নীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে।