সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে পানামা খাল। এর ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এ শিপিং লেন দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা আরও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মিত যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখ কে সংযোগকারী সরু ভূমিকে বোঝায়, যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামা খাল কর্তৃপক্ষ (এসিপি) জানিয়েছে, ১৯৫০ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে শুষ্ক অক্টোবর মাস পার করেছে তারা। এ কারণে বাধ্য হয়ে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভয়াবহ এ খরার পেছনে এল নিনো আবহাওয়া পরিস্থিতির বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছে এসিপি। বিশ্বের সবচেয়ে ব্যস্ত শিপিং লেনগুলোর মধ্যে অন্যতম পানামা খাল। এ পথ দিন-রাত ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিনই খোলা থাকে। স্বাভাবিক অবস্থায় এ খাল দিয়ে প্রতি বছর ১৩ হাজার থেকে ১৪ হাজার জাহাজ চলাচল করে। তবে খরার কারণে এ বছর আগেই জাহাজ চলাচল কমিয়ে দিয়েছিল পানামা খাল কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সংখ্যা আরও কমাতে চলেছে তারা। এসিপি জানিয়েছে, পানামা খালে পানির প্রধান উৎস গাতুন হ্রদ। তবে এ বছর অভূতপূর্ব হারে হ্রদটির পানি কমছে। এসব কারণে কয়েক মাস আগে জাহাজ পারাপারের দৈনিক বুকিং স্লট ৩১টিতে নামিয়ে আনে পানামা খাল কর্তৃপক্ষ। ৩ নভেম্বর থেকে সেই সংখ্যা ২৫টি করা হবে। এরপর ধারাবাহিকভাবে আরও কমে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দৈনিক ১৮টিতে দাঁড়াতে পারে। গুরুত্বপূর্ণ এ লেন দিয়ে জাহাজ চলাচল আরও কমলে তা বিশ্বের পরিবহন খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। ফলে বেড়ে যেতে পারে নৌপথে মালামাল পরিবহনের খরচ।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
পানামা খালে কমবে জাহাজ চলাচল পরিবহন ব্যয় বাড়ার শঙ্কা
৭০ বছরের ভয়াবহতম খরা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর