সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে পানামা খাল। এর ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এ শিপিং লেন দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা আরও কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মিত যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখ কে সংযোগকারী সরু ভূমিকে বোঝায়, যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামা খাল কর্তৃপক্ষ (এসিপি) জানিয়েছে, ১৯৫০ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে শুষ্ক অক্টোবর মাস পার করেছে তারা। এ কারণে বাধ্য হয়ে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভয়াবহ এ খরার পেছনে এল নিনো আবহাওয়া পরিস্থিতির বড় ভূমিকা রয়েছে বলে জানিয়েছে এসিপি। বিশ্বের সবচেয়ে ব্যস্ত শিপিং লেনগুলোর মধ্যে অন্যতম পানামা খাল। এ পথ দিন-রাত ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিনই খোলা থাকে। স্বাভাবিক অবস্থায় এ খাল দিয়ে প্রতি বছর ১৩ হাজার থেকে ১৪ হাজার জাহাজ চলাচল করে। তবে খরার কারণে এ বছর আগেই জাহাজ চলাচল কমিয়ে দিয়েছিল পানামা খাল কর্তৃপক্ষ। পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেই সংখ্যা আরও কমাতে চলেছে তারা। এসিপি জানিয়েছে, পানামা খালে পানির প্রধান উৎস গাতুন হ্রদ। তবে এ বছর অভূতপূর্ব হারে হ্রদটির পানি কমছে। এসব কারণে কয়েক মাস আগে জাহাজ পারাপারের দৈনিক বুকিং স্লট ৩১টিতে নামিয়ে আনে পানামা খাল কর্তৃপক্ষ। ৩ নভেম্বর থেকে সেই সংখ্যা ২৫টি করা হবে। এরপর ধারাবাহিকভাবে আরও কমে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দৈনিক ১৮টিতে দাঁড়াতে পারে। গুরুত্বপূর্ণ এ লেন দিয়ে জাহাজ চলাচল আরও কমলে তা বিশ্বের পরিবহন খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। ফলে বেড়ে যেতে পারে নৌপথে মালামাল পরিবহনের খরচ।
শিরোনাম
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
- জাতিসংঘ রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা, ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি
- শুক্র-শনিবারেও আমদানিকৃত মালামাল খালাস হবে
- ষড়যন্ত্রকারীরা নয়, জয় হবে ঐক্যবদ্ধ জনগণের: ডা. জাহিদ হোসেন
- বগুড়ায় আগাম শীতকালিন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষক
- জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
- বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
- গ্রিন ফেস্ট: তারুণ্যের জোয়ারে সেজেছিল গ্রিন ইউনিভার্সিটি
- নতুন পদক্ষেপ, লাহোরে নাটকীয়ভাবে কমল ৭০ শতাংশ বায়ুদূষণ
- নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা
- শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
- শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ
- এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
পানামা খালে কমবে জাহাজ চলাচল পরিবহন ব্যয় বাড়ার শঙ্কা
৭০ বছরের ভয়াবহতম খরা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর