চাদ সরকার ঘোষণা করেছে যে, তারা ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে এবং ফরাসি বাহিনীকে চাদ ছেড়ে যেতে বলেছে। চাদের পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান গোলামুল্লাহ সামাজিক নেটওয়ার্কে এক বিবৃতিতে লিখেছেন- ‘চাদ প্রজাতন্ত্র ফ্রান্সের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে’। এই বিবৃতিতে, চাদে ফ্রান্সের সামরিক উপস্থিতির সমাপ্তিকে একটি ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, প্রকৃতপক্ষে, চাদ প্রজাতন্ত্রের স্বাধীনতার ৬৬ বছর পর এই দেশটির পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণা করার সময় এসেছে।
আলজাজিরা এবং একই সঙ্গে জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে কৌশলগত শরিক পুনর্র্নিধারণ করারও সময় এসেছে।
চাদের আগে মালি, নাইজার, গ্যাবন এবং বুরকিনা ফাসোসহ আরও কয়েকটি আফ্রিকান দেশ আনুষ্ঠানিকভাবে তাদের দেশে ফরাসি সৈন্যের উপস্থিতি বন্ধ করে দিয়েছে এবং সেনেগালও ঘোষণা করেছে সে দেশেও ফরাসি সামরিক ঘাঁটিগুলো শিগগিরই বন্ধ করে দেওয়া হবে।
যদিও পূর্ববর্তী দশকগুলোতে আলজেরিয়ার মতো বিভিন্ন আফ্রিকান দেশে ফরাসি ঔপনিবেশিকতার বিরুদ্ধে স্বাধীনতাকামী আন্দোলনের কারণে ফ্রান্স এই মহাদেশের বেশ কিছু দেশ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল এবং তাদের স্বীকৃতি দিয়েছিল। কিন্তু, সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং এই দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তার কথা বলে ফের তাদের সামরিক উপস্থিতি বজায় রাখে।