মার্কিন নির্বাচনের মাস পাঁচেক আগে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে আদালতে দোষীসাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। সবমিলে মোট ৩৪টি অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিলেন এ রিপাবলিকান নেতা। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত হন ট্রাম্প। এবার সেই সাজা খারিজ করার আবেদন জানিয়ে আদালতে গেলেন ট্রাম্পের আইনজীবীরা।
আইনজীবীরা মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিউইয়র্কের আদালতে আর্জি জানিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার যে মামলা আছে, যাতে তিনি দোষীসাব্যস্ত হয়েছেন, তা ফিরিয়ে নেওয়া হোক। অর্থাৎ ট্রাম্পকে ওই মামলা থেকে রেহাই করা হোক। বস্তুত, ছেলে হান্টার বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমা করে দেওয়ার পরেই এ রাস্তায় হাঁটলেন ট্রাম্প।