অবশেষে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মহম্মদিকে মুক্তি দিল ইরান। তবে, স্থায়ীভাবে নয়। চিকিৎসার জন্য তাঁকে মাত্র তিন সপ্তাহের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘চিকিৎসকের সুপারিশ অনুযায়ী, নার্গিস মহম্মদির সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এবং তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ২০২১ সালের নভেম্বর থেকেই তিনি একটানা কারাগারে বন্দি। এমনকি, চলতি বছরের শুরুতে তাঁর বাবার মৃত্যু হলেও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি নার্গিসকে। অবশ্য, তার আগে ১৯৯৮ সাল থেকেই বারে বারে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, আবার আন্তর্জাতিক চাপে ছেড়ে দেওয়া হয়েছে। জেলে থাকতে থাকতে একাধিক রোগে আক্রান্ত হয়েছেন তিনি।
নার্গিস মহম্মদির স্বামী তাঘি রহমানি জানিয়েছেন, গত বুধবার সকালে তেহরানের এভিন কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।