যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র ১০ মিনিট পর ককপিট থেকে আটক করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে। তার নাম রুস্তম ভাগওয়াগার। তিনি ডেল্টা এয়ারলাইনসের সহকারী পাইলট। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে অভিযুক্ত ৩৪ বছর বয়সি এ পাইলটকে।
কনট্রা কোস্টা কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের এজেন্টরা মিনিয়াপোলিস থেকে আগত ডেল্টা ফ্লাইট ২৮০৯ (বোয়িং ৭৫৭-৩০০) অবতরণ করার পরই প্লেনে ওঠেন। যাত্রীরা তখনও প্লেনের ভিতরেই ছিলেন, ঠিক সে সময় অভিযুক্তকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে ১০ জন এজেন্ট গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্লেনে ওঠেন এবং সরাসরি ককপিটে গিয়ে ভাগওয়াগারকে হাতকড়া পরিয়ে আটক করেন। একজন যাত্রী জানান, এজেন্টরা ব্যাজ, বন্দুক এবং বিভিন্ন এজেন্সির চিহ্নসংবলিত পোশাক পরে আসনে বসা যাত্রীদের পাশ কাটিয়ে ককপিটে ঢুকে সহকারী পাইলটকে আটক করেন।-সিএনএন
ঘটনার সময় প্রধান পাইলট বলেন, তিনি এ আটকের বিষয়ে কিছুই জানতেন না। তদন্তকারীরা ইচ্ছাকৃতভাবে তাকে কিছু জানাননি, যাতে অভিযুক্ত পালাতে না পারেন। রুস্তম ভাগওয়াগারের বিরুদ্ধে ১০ বছরের নিচের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি মার্টিনেজ ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক রয়েছেন এবং তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ডলার। ডেল্টা এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, ডেল্টা আইনবহির্ভূত আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। -সিএনএন ও এনডিটিভি