ভারতের কলকাতার আরজি কর মেডিকেল কলেজের এক ছাত্রীকে (অভয়া, নাম পরিবর্তিত) ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিয়ালদহ আদালত। গতকাল এ সাজা ঘোষণা করেন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি সঞ্জয়কে ৫০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। তবে আদালতের রায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসন্তুষ্ট। তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট নই। ফাঁসি হলে অন্তত মনকে সন্তুষ্ট করতে পারতাম।’ রায় ঘোষণার সময় বিচারক বলেন, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, তাই এ ক্ষেত্রে আসামির সর্বোচ্চ সাজা হতে পারে না। সেই সঙ্গে কর্তব্যরত অবস্থায় খুন হওয়ার কারণে হত্যাকাণ্ডের শিকার ছাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারকে ১৭ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। অবশ্য আদালতে উপস্থিত অভয়ার বাবা-মায়ের বক্তব্য, ‘আমরা ক্ষতিপূরণ চাই না, ক্ষতিপূরণ চাইতে আদালতে আসিনি।
আমরা মেয়ের হত্যার ন্যায়বিচার চাই।’ বিচারক জানিয়েছেন, আইন অনুযায়ী ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই মেডিকেল শিক্ষার্থীর লাশ। অভিযোগ ওঠে, কর্মরত অবস্থায় ওই নারী শিক্ষার্থীকে প্রথমে ধর্ষণ ও পরে খুন করা হয়। পরদিন পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।