প্রায় তিন বছর ধরে আলাপ-আলোচনার পর যুক্তরাজ্য ও ভারত ‘যুগান্তকারী’ একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। এর ফলে যুক্তরাজ্যের কোম্পানিগুলোর জন্য ভারতে মদ, গাড়িসহ অন্যান্য পণ্য রপ্তানি সহজ হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে পোশাক, জুতাসহ বেশ কিছু পণ্য যুক্তরাজ্যে রপ্তানি করার ক্ষেত্রে ভারতও করছাড় পাবে। তবে এ চুক্তির ফলে অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা।
চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল গত সপ্তাহে লন্ডনে বৈঠক করেন। বৈঠক শেষে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস জানান, চুক্তিটি কার্যকর হলে যুক্তরাজ্যের ভোক্তা ও ব্যবসায়ীরা ব্যাপক সুবিধা পাবেন।
উল্লেখ্য, গত বছর যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে প্রায় ৪১ বিলিয়ন পাউন্ডের মতো বাণিজ্য হয়েছিল। চলতি বছর এ সংখ্যা আরও বাড়বে বলে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। তবে চুক্তি কার্যকর হলে ২০৪০ সালের মধ্যে বছরে অতিরিক্ত ২৫ দশমিক ৫ বিলিয়ন বাণিজ্য করা সম্ভব হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। খবর বিবিসি বাংলা।