তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াই করার ইচ্ছার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে কেউই দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না। রবিবার সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রচারিত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আট বছরের প্রেসিডেন্ট হব। দুই মেয়াদের প্রেসিডেন্ট হব। আমি সব সময় এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি।’
এর আগে ৭৮ বছর বয়সি এ মার্কিন প্রেসিডেন্ট তৃতীয় কিংবা চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, মজা করছেন না। পরে অবশ্য বলেছিলেন, তাঁর এসব কথার উদ্দেশ্য ছিল ‘ভুয়া’ সংবাদমাধ্যমকে ট্রল করা। প্রেসিডেন্টের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে এখন থেকেই ‘ট্রাম্প ২০২৮’ লেখা হ্যাট বিক্রি করছে। এতে ২০২৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের দ্বিতীয় মেয়াদ শেষের পর তিনি আবার প্রেসিডেন্ট থাকার চেষ্টা করতে পারেন বলে জল্পনা বাড়ছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পূর্তি অনুষ্ঠানের পরদিন ট্রাম্প বলেন, ‘অনেকেই চান আমি আবার দায়িত্বে থাকি।’