পাকিস্তান ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ অথবা আগামীকাল এ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এরপর, বিমানসেনাদের কাছে একটি নোটিস জারি করা হবে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নিয়ম অনুসারে, আকাশসীমার ওপর নিষেধাজ্ঞা এক মাসের বেশি আরোপ করা যাবে না, যার ফলে পর্যায়ক্রমে সময়সীমা বাড়ানো প্রয়োজন। এ মাসের শুরুতে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে পেহেলগাম হামলার পর ভারত উসকানিমূলক পদক্ষেপ নেওয়ার পর পাকিস্তান ভারতীয় বিমানের ক্ষেত্রে তার আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়। এ নিষেধাজ্ঞা বাণিজ্যিক এবং সামরিক উভয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য। -জিও নিউজ
এপ্রিল মাসে পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এ বর্ধিতকরণ করা হয়েছে।
ভারত ২৩ এপ্রিল একতরফাভাবে পাকিস্তানি বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। যার পরের দিন ইসলামাবাদ থেকেও পাল্টা নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আরও কয়েকটি ব্যবস্থা নেয়। পরে, ৬-৭ মে ভারত পাকিস্তানের একাধিক শহরে বিনা প্ররোচনায় আক্রমণ শুরু করে। এর জবাবে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং ১০ মে বিভিন্ন অঞ্চলে ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।