যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চীনের নীতিগত ও সক্রিয় অবস্থানের প্রশংসা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রশংসা করে বলেছেন, বেইজিংয়ের সঙ্গে তেহরান দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত।
চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে গতকাল চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। আরাগচি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে চীনের স্পষ্ট ও গঠনমূলক অবস্থান প্রশংসনীয়। তিনি আগ্রাসনের পরবর্তীকালের পরিস্থিতি ও যুদ্ধবিরতির আপডেট তুলে ধরে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ এবং অন্যান্য রাষ্ট্রগুলোর দায়িত্ব রয়েছে। আরাগচি চীনকে জানান, ইরান আন্তর্জাতিক আইন ও পারস্পরিক সম্মান ভিত্তিক কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।-প্রেসটিভি
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন সব সময় বল প্রয়োগ বা বলের হুমকির বিরোধিতা করে এবং রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে মতবিরোধ মেটানোর পক্ষে। তিনি আরও বলেন, ইরান তার সার্বভৌমত্ব, মর্যাদা ও বৈধ অধিকার রক্ষায় যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে চীন তার পূর্ণ সমর্থন জানায়। ওয়াং ই ইরানের পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারে ইরানের অধিকারকে চীন শ্রদ্ধা করে। চীন এ সংকট সমাধানে গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।-প্রেসটিভি