ফিলিস্তিনের গাজায় এখনো বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর টানা হামলায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে নতুন করে ৯৪ জনের লাশ আনা হয়েছে। এ সময়ে আহত হয়েছেন আরও ২৫২ জন। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেক লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা রাস্তায় পড়ে রয়েছে, যাদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। এদিকে জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩৩ হাজারের বেশি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গড়ে প্রতিদিন ২৮টি শিশু গাজায় নিহত হচ্ছে। অর্থাৎ প্রায় প্রতিদিন একটি শ্রেণিকক্ষের সমান শিশু প্রাণ হারাচ্ছে, যা চলেছে প্রায় দুই বছর ধরে। তিনি আরও জানান, অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। -আল জাজিরা
শুধু জুন মাসেই প্রায় ৬ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। যা ফেব্রুয়ারি মাসের তুলনায় ১৮০ শতাংশ বেশি। জাতিসংঘের আন্ডারসেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার জানান, গাজায় খাদ্য সরবরাহ প্রায় শেষ পর্যায়ে। মানুষ যখন খাবারের সন্ধানে বের হচ্ছে, তখন তাদের গুলি করা হচ্ছে।