বাংলা ভাষায় কথা নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত ডিটেনশন ক্যাম্প, কত কাস্টডি আছে।’
একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে গতকাল কলকাতার ধর্মতলায় এক সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দিল্লি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বাংলা ভাষার ওপরে বিরাট সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না। কিন্তু এই পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে, যারা অন্য রাজ্য থেকে এসে এখানে কাজ করে। কই তাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে আপনারা (বিজেপি) কেন বাংলা ভাষার ওপরে সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। আমি দেখতে চাই আপনার কত সাহস আছে, আপনার কত জেল আছে, ডিটেনশন ক্যাম্প আছে, কত কাস্টডি আছে। বাংলা ভাষায় কথা বললে গ্রেপ্তার করবেন, আর টেলিপ্রমটারে দুটো বাংলা ভাষা লিখে এনে ভাববেন সবার মন জয় করে ফেলেছেন, এটা হয় না।’
মমতা বলেন, ‘বাংলা ভাষার ওপরে সন্ত্রাস মানছি না মানব না। বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম এবং সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে। আর কোনো ভাষার এত ব্যাপ্তি নেই। সেই বাংলা ভাষার ওপরে যদি অপমান হয়, অত্যাচার হয়, সন্ত্রাস হয় তবে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব।’ তিনি ঘোষণা দেন, আগামী ২৭ জুলাই থেকে এই ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাভাষী মানুষদের নিয়ে মিছিল মিটিং করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনের রেজাল্ট বের না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।