ভারতে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত দুই ব্রিটিশ নাগরিকের লাশ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। যুক্তরাজ্যে তাদের স্বজনরা অভিযোগ তুলেছেন, তারা ভুল লাশ পেয়েছেন। ব্রিটিশ পরিবার দুটির আইনজীবী জেমস হিলি বলেন, ডিএনএ পরীক্ষায় দুই কফিনে থাকা লাশ তাদের আত্মীয়ের সঙ্গে মেলেনি। গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময় পরই মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজ আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের এ বিমানে থাকা ২৪২ যাত্রী ও ক্রুর মধ্যে মাত্র একজন প্রাণে বেঁচে যান।-রয়টার্স
নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের আইনজীবী জেমস হিলি জানান, দুর্ঘটনার পর কফিনে করে অন্তত ১২ থেকে ১৩টি লাশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুটি লাশের ডিএনএ পরিবারের সদস্যদের সঙ্গে মেলেনি বলে তাকে জানানো হয়েছে। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তারা এখনো কিছু ঘোষণা করেনি। এর আগে এয়ার ইন্ডিয়ার ক্ষতিপূরণের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল একাধিক নিহত ব্রিটিশ নাগরিকদের পরিবার। তাদের দাবি ছিল, ফর্মে একাধিক জটিল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে। জটিল আইনি ভাষায় লেখা প্রশ্নগুলোর কোনো ব্যাখ্যা ছিল না ফর্মে। এয়ার ইন্ডিয়া এও বলে রেখেছিল যে, ঠিকঠাক জবাব না পেলে তারা ক্ষতিপূরণ দেবে না। রয়টার্স