ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রায় ৫০ কোটি ডলার মূল্যের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে পেন্টাগনের একটি বাজেট নথিতে উঠে এসেছে। প্রকাশিত নথি বলছে, ইরানের বিরুদ্ধে ১২ দিনের ইসরায়েলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে প্রায় ৫০ কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে। ইসরায়েলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য প্রকাশিত পেন্টাগনের বাজেট নথিতে দেখা গেছে, গত জুন মাসে ইরানের সঙ্গে যুদ্ধের ১২ দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে মোট প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পেন্টাগনের নথিতে বলা হয়েছে, এ ক্ষেপণাস্ত্রগুলো ‘ইসরায়েলকে সমর্থন দিতে ব্যবহার করা হয়েছিল’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ওই ১২ দিনের আক্রমণে যুক্তরাষ্ট্র ‘১০০ থেকে ১৫০টি থার্ড ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে। এ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিস্থাপনের জন্য আরও বাজেট বরাদ্দ করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। -আনাদোলু এজেন্সি
উল্লেখ্য, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে, গত ১৩ জুন নাতানজ এবং ইসফাহানসহ ইরানের পারমাণবিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড কেন্দ্র লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। জবাবে ইরানও ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়।