মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল হোয়াইট হাউসে বৈঠক করেছেন। বৈঠকে গাজা শান্তি পরিকল্পনা এবং ট্রাম্পের প্রস্তাবিত ২১ দফা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর দুই নেতা প্রেস কনফারেন্সে দ্রুত শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছেন। সূত্র : রয়টার্স, এএফপি, বিবিসি।
প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন, ২১ দফার মধ্যে ২০ দফা কার্যকর হলেই গাজা নিয়ে ইসরায়েল যুদ্ধের অবসান ঘটবে। নেতানিয়াহুও বলেন, তিনি ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে আশাবাদী।
প্রসঙ্গত, দুই বছর ধরে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক হয়। ফিলিস্তিনকে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১০ দেশের স্বীকৃতির পর ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকটি ছিল আন্তর্জাতিকভাবে বেশ আলোচনায়।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সামনে উপস্থাপন করা হয় এই ২১ দফা ‘ডে-আফটার’ যুদ্ধ পরিকল্পনা। এ নিয়ে এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানি নেতাদের।
গত রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে গাজায় একটি সম্ভাব্য সাফল্যের ব্যাপারে বলেন, সবাই প্রথমবারের মতো বিশেষ কিছুর অপেক্ষায় রয়েছে। আমরা এটি করে দেখাব।