সামাজিক ন্যায়বিচার ও সংস্কারের দাবিতে তরুণ প্রজন্মের (জেন-জি) বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। ক্রমেই আন্দোলন সহিংস হয়ে উঠছে। এ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বুধবার রাতে আগাদির শহরের কাছে লকলিয়ায় কিছু লোক নিরাপত্তা বাহিনীর অস্ত্র চুরি করার চেষ্টা করলে তাদের বাধা দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
রয়টার্স লিখেছে, সামাজিক ন্যায়বিচারের দাবিতে আন্দোলন শুরু হলেও এ ঘটনায় তা প্রাণহানির দিকে মোড় নিয়েছে।
সামাজিক ন্যায়বিচার, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার দাবিতে শিথিলভাবে গঠিত ‘জেন-জি ২১২’ বলে নিজেদের পরিচয় দেওয়া অনলাইনভিত্তিক তরুণদের একটি গোষ্ঠী গত শনিবার থেকে এ আন্দোলন শুরু করে।
আন্দোলনের প্রচার চালাতে তারা টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপ ডিসকর্ড ব্যবহার করে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনকারীরা আধা সামরিক বাহিনীর একটি স্থাপনায় ভাঙচুর চালানোর সময় নিরাপত্তা বাহিনী কাঁদুনের গ্যাস ব্যবহার করে তাদের ঠেকানোর চেষ্টা করে। কিন্তু তা ব্যর্থ হওয়ার পর আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে, ধারালো অস্ত্রে সজ্জিত আন্দোলনকারীদের দলটি আধা সামরিক বাহিনীর ওই স্থাপনার একটি অংশে আগুন ধরিয়ে দেয়। ফলে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা নির্দিষ্ট করে জানায়নি তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাতে রাজধানী রাবাতের নিকটবর্তী সালেতে সহিংসতা ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকাগুলোতে তরুণদের কয়েকটি দল পুলিশের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করে, দোকানপাটে লুটপাট চালায়, ব্যাংকে আগুন দেয় এবং পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়। জিব্রাল্টার প্রণালির ট্যানজিয়ার শহরে তরুণরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়ে। আগাদিরের কাছে সুস অঞ্চলের ছোট শহরগুলোতে টানা দ্বিতীয় রাতের মতো তীব্র অস্থিরতা দেখা গেছে। সিদি বিবি শহরে মুখোশ পরা তরুণরা আঞ্চলিক সদর দপ্তরগুলোতে আগুন ধরিয়ে দেয় আর প্রধান সড়ক অবরোধ করে, রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা হাসান বারকুজ।
আগাদিরের দক্ষিণে বায়োগরায় একটি ব্যাংকে ভাঙচুর চালানো হয় ও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। মরক্কোর জনপ্রিয় পর্যটন গন্তব্য মারাকেশে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষের পর আন্দোলনকারীরা একটি পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয়। আগাদিরের পূর্বদিকের এমনিতে শান্ত শহর তারুদান্তেতেও সহিংসতা হয়েছে। এখানে আন্দোলনকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়, দোকানপাটে হামলা চালায় ও বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেয়। এর বিপরীতে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কায় এবং পূর্বাঞ্চলীয় শহর ওজদা ও তাজায় শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। আগাদিরের হাসপাতালের খারাপ অবস্থাকে কেন্দ্র করে প্রাথমিক প্রতিবাদ শুরু হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে, দেশজুড়ে ক্ষুব্ধ তরুণরা রাস্তায় নেমে আসে। প্রতিবাদকারী তরুণরা দেশটির প্রধানমন্ত্রী আজিজ আখানউচের পদত্যাগ দাবি করছেন এবং ‘জনগণ দুর্নীতির অবসান চায়’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মরক্কোর জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির বেকারত্বের হার ১২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৫ দশমিক ৮ শতাংশ আর গ্র্যাজুয়েটদের মধ্যে এ হার ১৯ শতাংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ৪০৯ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের বিভিন্ন সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য এবং ২৩ জন বেসামরিক লোক আহত হয়েছেন। ‘জেন-জি ২১২’ আন্দোলন এশিয়া ও লাতিন আমেরিকার তরুণদের নেতৃত্বে হওয়া একই ধরনের প্রতিবাদ দিয়ে অনুপ্রাণিত বলে জানিয়েছে রয়টার্স।