১১ জানুয়ারি, ২০২০ ১১:২৫

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মোট ৯ মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মোট ৯ মুসল্লির মৃত্যু

ফাইল ছবি

টঙ্গীতে আয়োজিত বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল শুক্রবার রাত ও আজ শনিবার সকাল ১০টা নাগাদ ময়দানে আরও ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।এ বছর বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার রাত ও আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত মৃত্যুবরণকারী ৫ মুসল্লি হলেন রাজশাহী জেলার চারঘাট থানার বন কিশোর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড় তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫), নওগাঁ জেলার শহীদুল ইসলাম (৫০) এবং বরিশালের গৌরনদী আলী আজগর বয়াতি (৭০)। 

ঘনকুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে টঙ্গী ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগীতে মশগুল রয়েছেন। বাদ ফজর ভারতে মাওলানা আব্দুর রহমানের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ইজতেমা।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর