১৭ মে, ২০২১ ১৩:০৪

নারদকাণ্ডে কি গ্রেফতার হবেন শুভেন্দু ও মুকুল? বিজেপি'র জবাব, ‘তদন্ত যেমন এগোবে’

অনলাইন ডেস্ক

নারদকাণ্ডে কি গ্রেফতার হবেন শুভেন্দু ও মুকুল? বিজেপি'র জবাব, ‘তদন্ত যেমন এগোবে’

শুভেন্দু অধিকারী-মুকুল রায়

ভারতের চাঞ্চল্যকর নারদকাণ্ডে তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। কোনও নোটিশ ছাড়াই সোমবার সকালে মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে নিয়ে যাওয়া হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। এরপর নিয়ে যাওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কেও। 

ঘটনাচক্রে, যিনি তৃমমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিধানসভা ভোটে ‘নিষ্ক্রিয়’ ছিলেন।
ওই চারজনের গ্রেফতারির পরেই তৃণমূল দাবি তুলেছে, যে মামলায় সিবিআই তাদের দলের তিন নেতাকে গ্রেফতার করেছে, সেই মামলায় অভিযুক্ত দুই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও মুকুল রায়ও। তাদেরও কেন গ্রেফতার করা হবে না! 

প্রকাশ্যে রাজ্য বিজেপির প্রায় কোনও নেতাই এর জবাব দিতে চাননি। তবে একান্ত আলোচনায় তারা বলছেন, তদন্ত এগোচ্ছে। তথ্যপ্রমাণ অনুযায়ী সিবিআই যখন যাকে দরকার মনে করবে গ্রেফতার করবে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর