২৩ জুলাই, ২০২১ ১৫:৫০

মমতার ঘোষণায় এবার 'খেলা হবে’ দিবস, নিশানা বিজেপি'র

দীপক দেবনাথ, কলকাতা

মমতার ঘোষণায় এবার 'খেলা হবে’ দিবস, নিশানা বিজেপি'র

মমতা ব্যানার্জির ঘোষণায় এবার 'খেলা হবে’ দিবস

সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনী প্রচারণায় ‘খেলা দিবস’ ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান হাতিয়ার হবে। এরইমধ্যে প্রচারণায় বেরিয়ে মেদিনীপুরের নন্দীগ্রামে বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন তৃণমূল প্রধান মমতা ব্যানার্জি, পরে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এরপর বলতে শোনা গিয়েছিল, ভাঙা পায়েই খেলা হবে। যদিও বিরোধীরা তার ভাঙা পা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি, তাদের অভিযোগ ছিল সহানুভূতি কুড়ানোর জন্যই মমতা এই নাটক করছেন। পরে বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। আর ক্ষমতায় এসেই গতকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষনা দেন ‘এবার থেকে প্রতিবছর ১৬ আগষ্ট রাজ্যে 'খেলা হবে' দিবস পালিত হবে।
 
তিনি বলেন ‘মানুষের স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে মানুষের অধিকার যাতে অক্ষুন্ন থাকে তার জন্যই ‘খেলা হবে’ দিবস। আমাদের দেশ জড়তা থেকে মুক্তি পাক, বিপন্নতা থেকে মুক্তি পাক। আমাদের কন্ঠ স্তব্ধ হয়ে গিয়েছে, সেই কন্ঠ স্তব্ধতা থেকে মুক্তি পাক। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে।’ 

ওইদিন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাবকে সব মিলিয়ে এক লাখ ফুটবল উপহার দেয়া হবে। এজন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাংলা থেকে যে খেলা শুরু হয়েছে সেই খেলা যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান তারও ইঙ্গিত দিয়েছেন মমতা ব্যনার্জি।

এ ব্যাপারে তিনি বলেন, 'আগামীদিন থেকে হবে খেলা দিবস। সভ্যতা, সংস্কৃতিকে রক্ষা করতে গেলে খেলার খুব প্রয়োজন। বাংলা থেকেই এই আওয়াজ উঠেছিল, তাই বাংলার এই থিমটা আগামীদিনে সবাই গ্রহণ করলে আমরা খুশি হবো।'
 
যদিও এই ঘোষণার পর মমতাকে নিশানা করেছে বিজেপি। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত গ্রেট ক্যালকাটা কিলিং’র কালো অধ্যায়কে টুইট করে মনে করিয়ে দিয়ে  বলেন, ‘মমতা ব্যনার্জি ১৬ আগষ্ট ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা দিয়েছেন। আর ১৯৪৬ সালে এই দিনেই মুসলিম লিগ তাদের ‘ডিরেক্ট অ্যাকশন ডে’ এবং ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ শুরু করেছিল। বর্তমানে পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ এই স্লোগান বিরোধীদলের ওপর অত্যাচারের প্রতীক হয়ে উঠেছে।’ 

 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর