২২ সেপ্টেম্বর, ২০২১ ২১:৫৬

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো পদ্মার ইলিশ

কলকাতা প্রতিনিধি

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকলো পদ্মার ইলিশ

বাংলাদেশ থেকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে ১৬ মেট্রিক টন ইলিশ মাছ ঢুকেছে ভারতে। দুর্গাপূজার আগে বাঙালির পাতে রুপালি শস্য তুলে দিতে ২০৮০ মেট্রিক টন বা প্রায় ২১ লাখ কেজি ইলিশ পাঠাবে বাংলাদেশ। এ জন্য দেশের ৫২টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। 

এরই প্রেক্ষিতে আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ মেট্রিক টন ইলিশ প্রথম প্রবেশ করে ভারতে। ইলিশ বোঝাই আরও প্রায় ১১টি ট্রাক সীমান্তের বাংলাদেশ প্রান্তে সারি দিয়ে ভারতে ঢোকার জন্য অপেক্ষা করছে বলে জানা গেছে। বৃহস্পতিবারের মধ্যে ধাপে ধাপে সেগুলো ভারতে প্রবেশ করবে। 

এ ব্যাপারে পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট- এর সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান ‘গত বছর দুর্গাপূজার সময়ে হাসিনার সরকার আমাদেরকে ইলিশ পাঠিয়েছিল। এবারও তার মানবিক পরিচয়ের নিদর্শন পেয়েছি। বুধবার দিন প্রায় ১৬ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।’ 

তার অভিমত ‘ইলিশ মাছ এমন একটি বিষয় যেটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করে। স্বাভাবিকভাবে দুর্গাপূজার আগে এই ইলিশ মাছ পেয়ে আপামর বাঙালি খুব খুশি।’  

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর