ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি নেতা ইসমাইল হোসেন হত্যার প্রতিবাদে পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামসহ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতালের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
আজ মঙ্গলবার বিকেলে এ হরতালের আহ্বান করা হয়।
এর আগে যশোর হাসপাতাল থেকে নিহত বিএনপির নেতার লাশ ময়নাতদন্ত শেষে কালীগঞ্জ শহরে পৌঁছালে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে তারা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে এক সমাবেশ থেকে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতাল ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহবুবার রহমান।
মাহবুবার রহমান বলেন, 'সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য আমরা কালীগঞ্জ পুলিশ প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটামসহ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যার হরতাল ঘোষণা করেছি।'
এদিকে মঙ্গলবার বিকেলে কয়েক দফা জানাজা শেষে নিহত ইসমাইল হোসেনকে কালীগঞ্জ উপজেলার চাপালি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।