মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও এলাকায় ঘুমন্ত স্ত্রী মুক্তা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করার পর পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন মোস্তাকিন (২৭) নামে এক যুবক।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ হত্যাকাণ্ডর ঘটনা ঘটায় যুবকটি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় গিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তিনি আত্মসমর্পন করেন। এরপর তাকে মুন্সীগঞ্জ সদর থানা হাজতে রাখা হয়।
পুলিশ জানিয়েছে, মোস্তাকিন কি কারণে স্ত্রীকে করেছেন তা জানাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তাকিন মুন্সীগঞ্জ সদর থানা প্রাঙ্গণে ঘোরাফেরা করছিলেন। এসময় সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি তার ঘুমন্ত স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন জানালে পুলিশ তাকে আটক করে। পরে থানা পুলিশ মোস্তাকিমের শ্বশুর বাড়ির লোকজনকে হত্যাকাণ্ডের বিষয়টি জানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোস্তাকিম মুন্সীগঞ্জ শহরের নতুনগাঁও এলাকার মোহাম্মদ আলী দেওয়ানের ছেলে। পাচঁ বছর আগে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চড়লা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মুক্তাকে বিয়ে করেন।