বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকার এক বছরের বেশি টিকবে না। এই সরকার দেশে-বিদেশে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ৫ ভাগ মানুষের নেতৃত্ব দিচ্ছেন। সুতরাং এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তিনি আরও বলেন, আমরা শীত কমলে তৃণমূলে সফরে যাব। জনগণের চাহিদা অনুযায়ী আন্দোলন কর্মসূচি দেব। দেশ ও দলের স্বার্থ বিবেচনায় আগামীতে নতুন নেতৃত্ব তৈরি করবেন বলেও অঙ্গীকার করেছেন বেগম খালেদা জিয়া। দলে নেতাদের কার কী ভূমিকা, তা তিনি জানেন। ভবিষ্যতে ক্ষমতায় গেলে ওই সব নেতার মূল্যায়ন করা হবে বলেও ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা। গতকাল রাতে বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে বেগম খালেদা জিয়া এসব কথা বলেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত পৌনে ৯টায় এই রুদ্ধদ্বার বৈঠক হয়। ৫ জানুয়ারির নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শ নিতে পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করলেন বেগম জিয়া। আগামীকাল দলের চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রতিনিধি দলের সঙ্গেও বসবেন তিনি। সংগঠনের আহ্বায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, মহাসচিব অধ্যাপক তাহমিনা আক্তার টফি, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদ্য মুক্তি পাওয়া সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ পেশাজীবী নেতা ছিলেন। এ বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গণি ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ মে)
- পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩
- ভাঙ্গায় জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত
- বাংলাদেশের চারটি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত
- নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু নিহত, আহত ২
- জেল থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
- দোসরদের দেশ ত্যাগের সুযোগ দিচ্ছে সরকার
- কুতুবদিয়ায় মাছ ধরার সময় আটক দুই নৌকা, মুচলেকায় মুক্ত
- চাঁবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- নতুন কর্মসূচি ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ
- দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ : নাহিদ
- ‘সর্ষের মধ্যে ভূত থাকলে সে ভূত তাড়াবে কে’
- শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার
- সরকারের বরাদ্দের চাল এখনও পাননি কুতুবদিয়ার নিবন্ধিত জেলেরা
- আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- নোয়াখালীতে জমিসংক্রান্ত বিরোধে হামলায় আহত আট, আটক ১০
- মৌলভীবাজারে পুশইন হওয়া ১৫ বাংলাদেশিকে থানায় হস্তান্তর
- ‘শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে’
- পারভেজ হত্যা মামলায় গ্রেফতার ফারিয়া রিমান্ডে
- কুঠিবাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বর্ণিল আয়োজন