দেশের সব প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা এ ধারা অব্যাহত থাকবে। বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এদিকে নদীর পানি কমতে শুরু করলেও বানভাসি মানুষের দুর্ভোগ কোনোভাবেই কমছে না। রোগবালাই বাড়ছে। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না দুর্গত লোকজন। এদিকে পদ্মাগর্ভে বিলীন হওয়া মাওয়া ঘাটের রো রো ফেরিঘাটটি পুনঃ স্থাপন করা হচ্ছে।
সিরাজগঞ্জের চৌহালীর প্রায় ১৪ কিলোমিটার নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
মাওয়ার রো রো ফেরিঘাট পুনঃ স্থাপন : মাওয়ার পদ্মাগর্ভে বিলীন হওয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটটি উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে পুনঃ স্থাপন করা হচ্ছে। আজকালের মধ্যে তা পুনঃ স্থাপন হবে। বর্তমানে এ রুটে রো রো ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে দেখা দিয়েছে মারাত্মক যানজট। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।
বিআইডব্লিউটিসি মাওয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, নতুন নির্মিত রো রো ফেরিঘাটটি বিআইডব্লিউটিএর শক্তিশালী জাহাজ রুস্তমের সাহায্যে ভেঙে যাওয়া স্থানেই ১০ গজ নামায় সরিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এখানে পর্যাপ্ত পানি রয়েছে, তাই ঘাট স্থাপনে তেমন সময় লাগবে না বলেও জানান তিনি।
এছাড়া বন্যার পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জের চৌহালীর প্রায় ১৪ কিলোমিটার নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর, ফুলকুমোরসহ কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানি হ্রাস পেতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।
টাঙ্গাইলের পরিস্থিতির উন্নতি : টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার আট উপজেলার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রাজাপুরে আকস্মিক ভাঙন : ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে আকস্মিক ভাঙনে স্থানীয় বাদুড়তলা বাজারের মান্নানের ফার্মেসি, ওহাব মিয়ার ফার্নিচারের দোকান, স-মিল, বাজারসংলগ্ন কালভার্ট ও বাজারের এলজিইডির পাকা সড়কটি বিলীন হয়ে গেছে।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ বানভাসিদের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর