দেশের সব প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টা এ ধারা অব্যাহত থাকবে। বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। গতকাল পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এদিকে নদীর পানি কমতে শুরু করলেও বানভাসি মানুষের দুর্ভোগ কোনোভাবেই কমছে না। রোগবালাই বাড়ছে। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না দুর্গত লোকজন। এদিকে পদ্মাগর্ভে বিলীন হওয়া মাওয়া ঘাটের রো রো ফেরিঘাটটি পুনঃ স্থাপন করা হচ্ছে।
সিরাজগঞ্জের চৌহালীর প্রায় ১৪ কিলোমিটার নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
মাওয়ার রো রো ফেরিঘাট পুনঃ স্থাপন : মাওয়ার পদ্মাগর্ভে বিলীন হওয়া ৩ নম্বর রো রো ফেরিঘাটটি উদ্ধারকারী জাহাজ রুস্তমের সাহায্যে পুনঃ স্থাপন করা হচ্ছে। আজকালের মধ্যে তা পুনঃ স্থাপন হবে। বর্তমানে এ রুটে রো রো ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে দেখা দিয়েছে মারাত্মক যানজট। ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।
বিআইডব্লিউটিসি মাওয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, নতুন নির্মিত রো রো ফেরিঘাটটি বিআইডব্লিউটিএর শক্তিশালী জাহাজ রুস্তমের সাহায্যে ভেঙে যাওয়া স্থানেই ১০ গজ নামায় সরিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু এখানে পর্যাপ্ত পানি রয়েছে, তাই ঘাট স্থাপনে তেমন সময় লাগবে না বলেও জানান তিনি।
এছাড়া বন্যার পানি কমতে শুরু করলেও সিরাজগঞ্জের চৌহালীর প্রায় ১৪ কিলোমিটার নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমোর, ফুলকুমোরসহ কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদীর পানি হ্রাস পেতে শুরু করায় জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে।
টাঙ্গাইলের পরিস্থিতির উন্নতি : টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলার আট উপজেলার লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। জেলায় দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রাজাপুরে আকস্মিক ভাঙন : ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে আকস্মিক ভাঙনে স্থানীয় বাদুড়তলা বাজারের মান্নানের ফার্মেসি, ওহাব মিয়ার ফার্নিচারের দোকান, স-মিল, বাজারসংলগ্ন কালভার্ট ও বাজারের এলজিইডির পাকা সড়কটি বিলীন হয়ে গেছে।
শিরোনাম
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ বানভাসিদের
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর