বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা
যুবলীগ নেতা আমজাদ খুন

দুই দিন পর ৫৩ জনের বিরুদ্ধে মামলা

আড়াইহাজারে যুবদল ক্যাডারদের হামলায় স্থানীয় যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা হত্যাকাণ্ডের দুই দিন পর সোমবার রাত সাড়ে ১১টায় নিহত আমজাদের স্ত্রী বিলকিস বেগম মিলি বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ ৫৩ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা সবাই আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল জমি সংক্রান্ত বিরোধ। কোনো রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেনি বলে নিহতের স্ত্রী বিলকিস বেগম মিলির দায়েরকৃত মামলা থেকে জানা গেছে।

গত রবিবার বেলা ১১টায় উপজেলার পাঁচরুখী বাজারে যুবদল ক্যাডারদের হামলায় যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবু ছাড়া বাকি ১১ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। মামলার ৩২ নম্বর আসামি বিএনপি নেতা হাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহারে নিহতের স্ত্রী বিলকিস বেগম মিলি অভিযোগ করেন, নিহত আমজাদ গার্মেন্টের ব্যবসা করতেন। নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। মাঝে-মধ্যে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী বাজার এলাকায় পৈতৃক জমিজমা দেখাশুনা করার জন্য যেতেন। ঘটনার দিনও আমজাদ পৈতৃক সম্পত্তি দেখাশুনার জন্য সেখানে যান। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার স্বামীর ওপর হামলা চালায়। তার স্বামীকে বাঁচাতে তার সহযোগীরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় আসামিরা।

বিলকিস বেগমের দায়েরকৃত এজাহারের আসামিরা হলেন- সজিব, সালাউদ্দিন, নজরুল ইসলাম আজাদ, রাকিবুল ইসলাম রাকিব, ইকবাল হোসেন, নাঈম, রুহুল আমিন, মামুন, পাপ্পু, রবিন, শাকিল, মিথিল, নজরুল, আল আমিন, খোকন, ইকবাল, শাহিন, নয়ন, হাসিব, সোহেল, কামাল, রনি, এ কে খান, বেলায়েত হোসেন বাবু, হাবিব, আরজিম, সাজ্জাদ হোসেন, আবদুল গাফফার, জামাল ড্রাইভার, পারভেজ, ফারুক, হাবিবুর রহমান হাবু, তোফাজ্জলসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন।

সর্বশেষ খবর