রবিবার, ১ মার্চ, ২০১৫ ০০:০০ টা
আরও ৭২ ঘণ্টার হরতাল শুরু, পেছাল এসএসসি পরীক্ষা

হবিগঞ্জে ট্রেনে, গাজীপুরে পরীক্ষা কেন্দ্রে বোমা

হবিগঞ্জে ট্রেনে পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন তিন যাত্রী। গাজীপুর মহানগরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই কেন্দ্রের আশপাশে চাপাতি নিয়ে ঘোরাফেরার সময় এক কিশোরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মহানগরে বোমা বানানোর সময় বিস্ফোরণে কবজি উড়ে গেছে এক যুবকের। পুলিশের দাবি, ওই যুবক শিবির কর্মী। এদিকে ঢাকায় আধঘণ্টার ব্যবধানে সাতটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে লক্ষ্মীপুরে ট্রাকে আগুন ও পাঁচটি যানবাহনে ভাঙচুর চালিয়েছে পিকেটাররা। একইভাবে ককটেল ও পেট্রলবোমা ছুড়ে বাসে আগুন দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে। এ জেলার রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানে পেট্রলবোমায় দগ্ধ পাঁচজনের মধ্যে কবির হোসেন নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। এ ছাড়া কক্সবাজারের চকরিয়ায় বরযাত্রীবাহী বাসে পেট্রলবোমায় আহত হয়েছেন ১০ জন। সাতক্ষীরায় নাশকতার অভিযোগে এক ইউনিয়ন জামায়াতের আমিরকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধে গতকাল দেশের বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। যৌথ বাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দেড় শতাধিক ব্যক্তিকে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- হবিগঞ্জ : জেলার শাহজীবাজার স্টেশনের কাছে গতকাল রাত ৯টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। শায়েস্তাগঞ্জের স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম জানান, দগ্ধ তিন যাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুর : মহানগরে এসএসসি পরীক্ষার কেন্দ্রে গতকাল সকালে চকলেট বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে এসএসসি পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের আশপাশে চাপাতি নিয়ে ঘোরাফেরার দায়ে নাসিম আনোয়ার নামে এক কিশোরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে নিজ বাড়িতে বোমা বানাতে গিয়ে মহানগরের চান্দনা গ্রামের আবদুল আলীম নামে এক যুবকের কবজি উড়ে গেছে। পুলিশের দাবি, আলীম শিবির কর্মী। ঢাকা : দিনভর অবরোধের কোনো রেশ না থাকলেও গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রাজধানী উত্তপ্ত হয়ে ওঠে। আধাঘণ্টার ব্যবধানে সাতটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে বেসরকারি টেলিভিশন দেশটিভির একটি গাড়িও রয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবাজিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে শ্যামলীতে বোমা বিস্ফোরণ ঘটানোর সময় ধরা পড়েছে চার যুবক। গণধোলাইয়ের পর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, টানা অবরোধ ও রবিবার থেকে শুরু হওয়া ৭২ ঘণ্টা হরতাল সামনে রেখে আতঙ্ক ছড়াতেই দুর্বৃত্তরা যানবাহনে আগুন ও বোমাবাজি করছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মৌচাকে বেসরকারি টেলিভিশন দেশটিভির একটি গাড়িসহ তিনটি যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারসহ তিনটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে বনানীর কামাল আতাতুর্ক রোডে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পিকেটাররা এ সময় ১০-১২টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, মৌচাক, মালিবাগসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। লক্ষ্মীপুর : জেলার সদর উপজেলার দালালবাজারে একটি ট্রাকে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে পাঁচটি যানবাহন ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে এসব ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ : শহরের গলাচিপা এলাকায় গতকাল বিকাল সাড়ে ৫টায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে, পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসের সামনে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। কক্সবাজার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুঁটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় বরযাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে পেট্রলবোমাটি লক্ষ্যভ্রষ্ট হলে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গণগ্রেফতার : নাশকতায় জড়িত অভিযোগে শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী, র‌্যাব ও পুলিশ। এর মধ্যে যশোরে ৪৭, খুলনায় ৪৩, সাতক্ষীরায় ৩১, দিনাজপুরে ২০, চট্টগ্রামে ১৩, সিরাজগঞ্জে ৮, ঢাকায় ৫, সিলেটে ৫, গাইবান্ধায় ৪, নারায়ণগঞ্জে ৪ ও রাজশাহীতে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
৭২ ঘণ্টার হরতাল শুরু : অবরোধের সঙ্গে আজ রবিবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন ও গ্রেফতার হওয়া ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া আজ ঢাকাসহ সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরের ওয়ার্ড পর্যায়ে গণমিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। ২০ দলের পক্ষে শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে পাঠানো এ কর্মসূচি ঘোষণা করেন। পেছাল এসএসসি পরীক্ষা : বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালের কারণে পিছিয়ে গেছে আজ রবিবার ও আগামী মঙ্গলবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজকের পরীক্ষা ১৪ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে মঙ্গলবারের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়নি। এ ছাড়া গত ১২ ফেব্রুয়ারির স্থগিত করা পরীক্ষা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর হেয়ার রোডের বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে পরীক্ষা পেছানো ও স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করেন।

সর্বশেষ খবর