রাজনৈতিক অনিশ্চয়তায় চলতি অর্থবছরে (২০১৪-১৫) রাজস্ব আয়ের ঘাটতি ৩৪ হাজার কোটি টাকা দাঁড়াবে বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। কর আদায়ে ঘাটতির অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠানটি চলমান রাজনৈতিক অস্থিরতাজনিত ব্যবসা-বাণিজ্যের স্থবিরতাকে উল্লেখ করেছে। আর পরিকল্পনা অনুযায়ী সরকারের আয় না হওয়ায় বাজেট ঘাটতি বেড়ে ৭ শতাংশে পৌঁছাতে পারে বলেও মনে করছে সংস্থাটি। গতকাল প্রকাশিত সংস্থাটির মাসিক অর্থনৈতিক পর্যালোচনার ফেব্রুয়ারি সংখ্যায় এ ধরনের আশঙ্কা করা হয়।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চলমান পরিস্থিতিতে রাজস্ব আয়ের যে তিনটি অন্যতম খাত : আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক তার সব কটিতেই নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে হরতাল-অবরোধে আমদানি ব্যাহত হওয়ায় প্রচুর পরিমাণে এলসি বাতিল হচ্ছে। এর ফলে প্রত্যাশা অনুযায়ী আমদানি শুল্ক আদায় নাও হতে পারে। আর দোকানপাট স্বাভাবিকভাবে চালু না থাকায় ভ্যাট আদায়েও কাক্সিক্ষত সাফল্য পাওয়া যাবে না। বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার উন্নয়ন ব্যয় কমানোর পাশাপাশি সামাজিক খাতে বরাদ্দ কমিয়ে দিতে পারে বলে মনে করছে সংস্থাটি। সেটি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন করা সম্ভব হবে না বলেও পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
চলমান পরিস্থিতি এড়াতে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্বারোপ করে প্রতিষ্ঠানটি বলেছে, এর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে, যা ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে। আর ব্যবসায়িক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি পেলে রাজস্ব আদায়ের হারও বেড়ে যাবে।
শিরোনাম
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
- নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
- সিলেটে গ্রেপ্তার আ.লীগ নেতা কারাগারে
- এবার বাণিজ্যমেলা দুই আসরে, যেদিন থেকে শুরু
- রাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
- আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের
- উত্তরায় মাইক্রোবাসে আগুন
- আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানী ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
- ইসলামাবাদে আত্মঘাতী হামলা, পাকিস্তানি তালেবানের দায় স্বীকার
- এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল
- দ্বিতীয় দিনের ১৪ বলেই গুটিয়ে গেল আয়ারল্যান্ড
- গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা
- ক্যারিবীয় সাগরে বিশাল যুদ্ধজাহাজবহর মোতায়েন করল যুক্তরাষ্ট্র
- দ্রুত বাড়ছে আমদানি ব্যয়, বাণিজ্য ঘাটতি ২৩ শতাংশ বৃদ্ধি
- নো হাংকি-পাংকি! বাঁকা আঙুলে ঘি তোলার হুমকি!
- গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলার সেনাবাহিনী
- তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ
- ভারতের ছত্তিশগড়ে তুমুল সংঘর্ষ, ছয় মাওবাদী নিহত
- অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের
- বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
উন্নয়ন অন্বেষণের আশঙ্কা
রাজস্ব ঘাটতি ৩৪ হাজার কোটি টাকা দাঁড়াবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর