রাজনৈতিক অনিশ্চয়তায় চলতি অর্থবছরে (২০১৪-১৫) রাজস্ব আয়ের ঘাটতি ৩৪ হাজার কোটি টাকা দাঁড়াবে বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ। কর আদায়ে ঘাটতির অন্যতম কারণ হিসেবে প্রতিষ্ঠানটি চলমান রাজনৈতিক অস্থিরতাজনিত ব্যবসা-বাণিজ্যের স্থবিরতাকে উল্লেখ করেছে। আর পরিকল্পনা অনুযায়ী সরকারের আয় না হওয়ায় বাজেট ঘাটতি বেড়ে ৭ শতাংশে পৌঁছাতে পারে বলেও মনে করছে সংস্থাটি। গতকাল প্রকাশিত সংস্থাটির মাসিক অর্থনৈতিক পর্যালোচনার ফেব্রুয়ারি সংখ্যায় এ ধরনের আশঙ্কা করা হয়।
গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চলমান পরিস্থিতিতে রাজস্ব আয়ের যে তিনটি অন্যতম খাত : আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আমদানি শুল্ক তার সব কটিতেই নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে হরতাল-অবরোধে আমদানি ব্যাহত হওয়ায় প্রচুর পরিমাণে এলসি বাতিল হচ্ছে। এর ফলে প্রত্যাশা অনুযায়ী আমদানি শুল্ক আদায় নাও হতে পারে। আর দোকানপাট স্বাভাবিকভাবে চালু না থাকায় ভ্যাট আদায়েও কাক্সিক্ষত সাফল্য পাওয়া যাবে না। বাজেট ঘাটতি মোকাবিলায় সরকার উন্নয়ন ব্যয় কমানোর পাশাপাশি সামাজিক খাতে বরাদ্দ কমিয়ে দিতে পারে বলে মনে করছে সংস্থাটি। সেটি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন করা সম্ভব হবে না বলেও পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
চলমান পরিস্থিতি এড়াতে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্বারোপ করে প্রতিষ্ঠানটি বলেছে, এর মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে, যা ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে গতি সঞ্চার করবে। আর ব্যবসায়িক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি পেলে রাজস্ব আদায়ের হারও বেড়ে যাবে।
শিরোনাম
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
উন্নয়ন অন্বেষণের আশঙ্কা
রাজস্ব ঘাটতি ৩৪ হাজার কোটি টাকা দাঁড়াবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর